
আজ ৭ ই মার্চ। পুলের হাট নিবাসী আল- মামুন (লিখন) এর জন্ম দিন। ফেসবুকে দেওয়া নোটিফিকেশন থেকে তার বন্ধু ও ভাই’রা জানতে পারে আজ তার জন্ম দিন। ফেসবুকে অনেকেই তাকে জন্ম দিনের শুভেচ্ছা জানিয়েছে এবং অনেকেই মুঠোফোনে তাকে শুভেচ্ছা জানিয়েছে। জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি সবাই তার কাছে ট্রিট চেয়েছে। আর বিপত্তি শুরু সেখানেই। করোনার কারনে তার বন্ধুরা আসতে না পারলেও তার ভাই’রা বাসায় এসে ট্রিট চাই। ট্রিট দেওয়ার ভয়ে যে তার জন্মদিন এক পর্যায়ে সে অস্বীকার করে। সে সময় তার কিছু ভাই (মামতো, খালাতো, চাচতো ভাই) তার জন্মসনদ দেখতে চাই। সে দেখাতে অস্বীকার করে। তার ভাই’রা জন্মসনদ খুজতে শুরু করে। এক পর্যায়ে তাই ভাই’রা জন্মসনদ খুজে পাই। আল মামুন চালাকি করে সাথে সাথে তাদের হাত থেকে নিয়ে ছিড়ে ফেলে।

ছিড়ে ফেলে অবশ্য লাভ হয়নি। পরে জোড়া দিয়ে তার জন্ম তারিখ দেখে ফেলে তাই ভাই’রা। এখন প্রশ্ন আল-মামুন কি তার ভাইদের ট্রিট দিবে??